টালিউডের ঠোঁটকাটা ও সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। তার দুর্দান্ত অভিনয় আর সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ১৩ ডিসেম্বর ছিল লাস্যময়ী এই অভিনেত্রীর জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিতে কখনোই দ্বিধা করেন না।
এবারও কলকাতা ও দিল্লির তুলনা করে টুইট করেছেন এই স্পষ্টভাষী অভিনেত্রী।
টুইটে তিনি লিখেছেন, ‘কলকাতায় ৩০৭! দিল্লির চেয়েও খারাপ! আমরা কেনো এই বিষয়ে কথা বলছি না?’
কলকাতায় বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার বায়ুর গুণমান সূচক আরও খারাপ হয়েছে।
কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ। তিলোত্তমা দিল্লির চেয়েও খারাপ, যার নাম বায়ু দূষণের ক্ষেত্রে বারবার উঠে আসে। অভিনেত্রীর মতে এই বিষয়টি সবারই জানা উচিত।