পুজারার চ্যালেঞ্জ, আমাদেরও তিনজন স্পিনার আছে


প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ ১১:৪৭ পিএম   আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১১:৪৭ পিএম পুজারার চ্যালেঞ্জ, আমাদেরও তিনজন স্পিনার আছে

দিন শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৮। দুই ওপেনার লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রিশাভ পান্ত আর অক্ষর প্যাটেল আউট হয়ে সাজঘরে। ব্যাটার নামধারীদের মধ্যে আছেন শুধু স্রেয়াশ আয়ার (৮২ নটআউট)।

তবে তার সঙ্গে যারা আছেন, তাদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং জানেন। কাজেই ধরা হচ্ছে ভারতের ব্যাটিংয়ের মূল অংশের পতন ঘটেছে। তাই ভক্ত ও সমর্থকদের বিশ্বাস, চট্টগ্রামে আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

তবে ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার চেতেশ্বর পুজারা মনে করেন, ৬ উইকেট হারানোও খুব বেশি নয়। এখান থেকেও ভারত সাড়ে তিনশো পর্যন্ত যেতে পারে । সঙ্গে পুজারা যোগ করেন, এ পিচে সেটাও কম রান না। তবে এই রানটাই ৪ বা ৫ উইকেটে হলে ভাল হতো বলে মনে হয় তার।

পুজারার অনুভব, ‘উইকেটটা সহজ নয়। পিচে টার্ন আছে। পেসারদের কিছু বল নিচু হয়েছে। এমনকি দ্বিতীয় নতুন বলও মাঝেমধ্যে নিচু হতে দেখেছি । এখানে ব্যাট করা খুব সহজ নয়।’

এ পিচে কখনোই নিজেকে ওয়েল সেট বলে ভাবার কোনো অবকাশ নেই। এ উইকেটে প্রতি ওভারেই অন্তত একটি বল টার্ন করে। ব্যাটারদের স্বস্তিতে খেলার কোনোই সুযোগ নেই। বরং যত সময় গড়াবে ততই উইকেটের অবস্থা আরও খারাপ হবে।

ভারত আর কতদুর যেতে পারে? বুধবার সারা দিনের বড় সময় উইকেটে কাটিয়ে সর্বাধিক ৯০ রান করা ভারতীয় মিডল অর্ডার চেতেশ্বর পুজারা বাংলাদেশের ব্যাটারদের জন্য একটা অঘোষিত চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন।

তার শেষ কথা, ‘এমনিতেই উইকেটে বল টার্ন করছে। আর আমাদের দলে তিনজন স্পিনারও আছে।’ এ কথা বলে পুজারা বোঝানোর চেষ্টা করেছেন, বাংলাদেশ স্পিন দিযে সুবিধা পেয়েছে, আমাদেরও স্পিনার আছে। সুবিধা আমরাও নিতে পারবো।

ক্রিকেট

খেলাধুলা বিভাগের আরো খবর

Top