সমুদ্রসৈকতে স্নিগ্ধ রাকুল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৮ এএম   আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ০৫:১৩ পিএম সমুদ্রসৈকতে স্নিগ্ধ রাকুল

আলোচিত বলিউড তারকা রাকুল প্রীত সিং বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন। এবার তিনি সমুদ্রসৈকতে গিয়ে বিকিনি পরে ভাইরাল হয়েছেন। এসেছেন নতুন করে আলোচনায়। দেখুন রাকুলের বিকিনি পরা আবেদনময়ী কিছু ছবি।

সমুদ্রসৈকতে স্নিগ্ধ রাকুল

সৈকত থেকে রাকুল চলে এসেছেন সুইমিংপুলে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অংকে স্নাতক তিনি। ছবি: সংগৃহীত

Top