মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানালেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের পাশাপাশি তাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও পোশাক দেওয়া হয়।
বরিশালে কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে দশজন করে ২০ বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার ১০ বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মাননা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফসহ আরও অনেকে।