গায়ে বমি করে মুছে দেওয়ার ছলে সর্বস্ব হাতিয়ে নিতেন তারা


প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৫:০৫ এএম   আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ০৫:০৫ এএম গায়ে বমি করে মুছে দেওয়ার ছলে সর্বস্ব হাতিয়ে নিতেন তারা

চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকা থেকে ‘বমি পার্টি’র চার সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ারি থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রনি মিয়া (৩০), তার ভাই মো. রানা ওরফে জিসান (৩২), শফিকুল ইসলাম বাবুলের ছেলে মো. সুমন (২২) এবং মকবুল হোসেনের ছেলে নাঈম আলম (২২)।

তাদের কাছ থেকে চোরাইয়ের ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা টার্গেটকৃত লোকের গায়ে বমি করে এবং সেই বমি টিস্যু দিয়ে মুছে দেওয়ার ভান করে টাকা হাতিয়ে নেয়। তাদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানা এলাকা। তারা এক সপ্তাহ আগে এসে চট্টগ্রামের হোটেলে অবস্থান নেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গ্রেফতাররা বমি পার্টির সক্রিয় সদস্য। একটি মামলার সূত্র ধরে বুধবার সকালে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনায় জড়িত আরও দু-তিনজনের নাম জানিয়েছে।

পলাতক এসব আসামিদের গ্রেফতার ও চোরাই অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

থানা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর কাজির দেউড়ি এলাকায় ৩নং সিটি বাসের যাত্রী এ বি এম সাইফুদ্দিন খালেদের মুখে বমি করে কৌশলে তার প্যান্টের পকেটে থাকা এক লাখ টাকা হাতিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।

মামলার পর কোতোয়ালি থানার এসআই মোশাররফ, এসআই মেহেদীসহ একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বমিচক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে বুধবার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেন তারা।

অভিযানে অংশ নেওয়া এসআই মোশাররফ জাগো নিউজকে বলেন, গ্রেফতাররারা বমি পার্টির চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্য থেকে একজন কোনো ব্যাংকের আশপাশে অবস্থান নেয়। পরে ব্যাংক হতে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিদের টার্গেট করে পিছু নেয়। টার্গেটকৃত ব্যক্তি যদি বাসে ওঠেন, তখন পিছু পিছু বমি চক্রের ৪-৫ জন একসঙ্গে বাসে উঠে যায়। বাস কিছুদূর চলার পর চক্রের একজন টার্গেটকৃত ব্যক্তির গায়ে বমি করে দেন। এসময় অন্যরা টিস্যু দিয়ে বমি পরিষ্কার করতে থাকেন এবং কৌশলে ওই ব্যক্তির টাকা-পয়সা হাতিয়ে নেন।

তিনি বলেন, গ্রেফতার বমিচক্রের গ্রেফতারদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানায়। তারা এক সপ্তাহ আগে চট্টগ্রামে আসেন। এ ধরনের টাকা হাতিয়ে নেওয়ার পর তারা ময়মনসিংহ চলে যান। টাকা শেষ হলে আবার চট্টগ্রামে আসেন। ২১ নভেম্বর একই কায়দায় একজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তারা ময়মনসিংহ চলে গিয়েছিলেন। কয়েকদিন আগে আবার এসেছেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম

বাংলাদেশ বিভাগের আরো খবর

Top